আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নে উঠান বৈঠক করেন চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাঈল হোসেন।
আড়াইহাজার উপজেলায় উচিৎপুরা ইউনিয়ন উঠান বৈঠক করেন উচিৎপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাঈল হোসেন উঠান বৈঠকে শত শত নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ এসে উপস্থিত হন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাঈল হোসেন জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকায় মনোনীত করেছেন এই নৌকাকে বিজয়ী করতে আপনাদেকে একসাথে নিয়ে এগিয়ে যাব। নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নেতৃত্ব রাজনীতি করে আসছি তার দিকনির্দেশনায় সবাই কে সাথে নিয়ে অএ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব আমি অএ ইউনিয়নে রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছি ও অএ ইউনিয়নকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব তাই ২৬ তারিখ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। এ সময় সকলে তার জন্য দোয়া কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান ও উচিৎপুরা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডেের মেম্বার পদপ্রার্থী ও অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।