আড়াইহাজারে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
সোলায়মান হাসান:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দীতে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রধান কার্যালয় (বারটান) এর উদ্যেগে, ( সোমবার ১৫ হতে ১৭ নভেম্বর বুধবার) খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মো: আব্দুল ওয়াদুদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভুইয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা রওনক জান্নাত জেনী, জনসংযোগ কর্মকর্তা সৈয়দ সাব্বির আহমেদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কাওসার আহমেদ সহ খাদ্য পুষ্টি ফলিত পুষ্টি ইনস্টিটিউটের আমন্ত্রণে, বিভিন্ন সময়ে অংশগ্রহণ করে ট্রেনিং সেশন পরিচালনা করেন বক্তব্য রাখেন,
আড়াইহাজার উপজেলা উদ্যানতত্ত্ববিদ কর্মকর্তা , উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রমুখ। উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান হাসান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পেশাজীবীরা । কর্মশালায় আড়াইহাজারে আড়াইহাজারে কর্মরত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন গ্রামের পেশাজীবী কৃষাণ-কৃষাণী মোট (৭০) জন অংশ নেন। কর্মশালায় খাবারে পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।