নিউজ ডেস্কঃ
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান ও আলি হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীরা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে জামপুর ইউনিয়নের বস্তল এলাকার মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান এর বাড়িতে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা নিয়ে যায়। এ সময় বাড়ির আশপাশের লোকজন চিৎকার ও এলাকায় মাইকিং করলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
অপরদিকে, একই এলাকার কম্বল ব্যাবসায়ী মোঃ হোসেন আলীর বাড়িতে ডাকাতি হানা দেয় কিন্তু ণোকজন টের পেয়ে যাওয়ায় পার্শ্ববর্তি আবু ধাইয়ান মিয়ার বড় ছেলে কম্বল ব্যাবসায়ী মোঃ হোসেন আলীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ বাড়ির সবাইকে মারধর করে হোসেন ২ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।