জামপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়াকে সংবর্ধনা।
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয় জামপুর ইউনিয়নে ১৭ নং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক স্কুল কমিটি ও মুক্তিযোদ্ধাদের পক্ষ্য থেকে ১৮ ডিসেম্বর শনিবার সকালে মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
এ সময় চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, ডিসেম্বর মাসটি বাংঙ্গালী জাতির বিজয়ের মাস আমকে সকলের পক্ষ্য থেকে সংবর্ধনা দেওয়ায় আমি গর্বিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে এই মাসে পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ তাজা প্রান ২ লাখ মা বোনদের ইজ্জতের বিনিময়ে ও তাদের আত্মাত্যাগের ফলেই স্বাধীনতা অর্জন করতে পেরেছেন। তাই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
ও সকল সরকারি স্কুলে যা যা প্রয়োজন তা আমি দিয়ে যাব শিক্ষার মান উন্নয়নের জন্য যা করা দরকার তা করে যাব ও জামপুর ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।
এ সময় অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লাহ বলেন,জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করিয়েছে, সরকার আজ সকল ছাএ ছাএীদের বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্টান উন্নয়ন করে যাচ্ছেন।
এ সময় সোনারগাঁ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ সফিক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া, বিশেষ অতিথি, ১৭ নং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লাহ, আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোবারুল, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাজী মইনুল, মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হেলেনা আক্তার,প্রধান শিক্ষক পারভিন আক্তার, প্রধান শিক্ষক ফাতেমা আক্তার, সানজিদা আফরিন, আলেহা সুলতানা, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।