নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষার্থী ও অভিভাবকেদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি দবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, দবির উদ্দিন ভূঁইয়ার ছেলে ইসরাত করিম ভূঁইয়া উদয়, রিয়াসাদ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের খাঁন, ইয়াসির আরাফাত ভূঁইয়া মার্শাল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, হামিদ মোল্লা, আব্দুর রশিদ,শুপত্তি রানী, আবু বক্কর, জসিম মিয়া, মফিজ উদ্দিন, ইউপি সদস্য রমজান প্রধান, ফয়সাল, ফাইজুল ইসলাম, মাইনদ্দিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা নয়ন ভূঁইয়া, পরিন হোসেন প্রমূখ।