ভয়েস অব সোনারগাঁ বিডি ডটকম: আজ মঙ্গলবার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বেড়া পরিচর্যা বাবদ অর্থ ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রম উক্ত ইউনিয়ন পরিষদে এসে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। এসময় ৩২০ জন জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ মনিরা আক্তার, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপ-সহকারী কৃষি অফিসার মিরজা মাহবুব, তানিয়া মিরজা, জিয়াসমিন আক্তার প্রমূখ।
এসময় ইউএনও মোঃ সাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি প্রণোদনার কর্মসূচির অংশ হিসেবে এক শতক জমিতে সবজির বাগান স্থাপনের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এতে একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে ।