নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসী করে কায়কোবাদ নামের পুলিশের এক এসআই সহ ২ সহযোগীকে আটক করেছে র্যাব -৩ । গত সোমবার রাতে তাদের ২৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃত পুলিশ উপ পরিদর্শক কায়কোবাদ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে কর্মরত বলে র্যাব জানায়।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম ফেনসিডিলসহ পুলিশের এসআই ও তার সহযোগী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পাইভেটকারে তল্লাসী চালায় এ সময় তাদের গাড়ী ব্যাকঢালা থেকে ২৬০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকৃকত এসআই ও তার সহযোগীদের বিরুদ্ধে মামক নিয়ন্ত্রণ দ্রব্য আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরন করা হয়েছে।