করোনার প্রভাবে অসহায় জীবন যাপন করা নন-এমপিও শিক্ষক কর্মচারীদের প্রণোদনা দিচ্ছেন সরকার। এর ধারাবাহিকতায় সোনারগাঁয়ে ৩৫৩ জন নন-এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।