আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূল ধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। উপমহাদেশের রাজনীতিতে গত ছয় দশকেরও বেশি সময় ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে দলটি। এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র ছাত্র আন্দোলন, ৬৬-র ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর যুগান্তকারী নির্বাচন আর ১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলন—সবখানেই সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগই একমাত্র দল, যাদের বাংলাদেশের ইতিহাসে টানা তিন মেয়াদে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উৎদ্যোগে মেঘনা শিল্পাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে মিলাদ মাহফিল, বৃক্ষরোপন ও ত্রান বিতরনের মাধ্যমে প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন ও করা হয়
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা ও যুগ্ম আহবায়ক ডাঃ অতিকুল্লাহ প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম, ইউপি সদস্য মোশারফ হোসেন, আলমগীর, সেলিম রেজা, মমতাজ মেম্বার, যুবলীগ নেতা শাহাবুদ্দিন, আলমচাঁন, আবু হানিফ, মাসুম বিল্লাহ, কবির আহস্মেদ, কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ।
এ উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর দেয়া উপহার প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি এবং করোনায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সকল নেতাকর্মী এবং বিশ্বের সকল মুসলমানের হৃহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।