করোনাভাইরাসের প্রকোপে দেশের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ। তবুও কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। অনলাইনে ছাত্রদের ক্লাস নিচ্ছে প্রতিষ্ঠানটি।
কাল বিকেএসপি’র অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে যোগ দেবেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বিকেএসপি’র ডেপুটি ডিরেক্টর ইনচার্জ মতিউর রহমান বলেন, ‘সাকিব আর মুশফিক- দু’জনই তো বিকেএসপির ছাত্র। জুম মিটিংয়ে বর্তমান ছাত্রদের সঙ্গে ওরাও যোগ দেবে- যাতে করে ছাত্ররা একটি প্রেরণা খুঁজে পায়। বিকেএসপি জীবনে সবচাইতে কঠিন চ্যালেঞ্জ কি এবং কিভাবে আরও সঠিকভাবে চলতে হবে এটা আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব।’
জানা গেছে, বিকেএসপি’র ক্রিকেট বিভাগের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় তিনশ’ শিক্ষার্থীকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছেন ২০ জন করে শিক্ষার্থী এবং একজন করে কোচ।
মতিউর আরও বলেন, ‘কোচরা তাদের বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছে। জুম মিটিংয়ের মাধ্যমে তারা ক্লাস চালিয়ে যাচ্ছে। ছাত্ররা তাদের রেকর্ড ভিডিও করে কোচদের পাঠাচ্ছে। তাদের উন্নতির জন্য একটা ডাটাবেজ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা তাদের সক্রিয় রাখতে চাই।’
ইতোমধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার এবং এনামুল হক বিজয়। এই ব্যাপারে বিকেএসপি ও দেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘লিটন, সৌম্য, বিজয়রা প্রায়ই জুম সেশনে অংশ নেয় ক্রিকেটারদের সঙ্গে। আকবর এবং যুব দলের অন্যরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তারা তরুণদের সঙ্গে কথা বলেছে এবং দিক নির্দেশনা দিয়েছে।’