মহান বিজয় দিবস উপলক্ষে জামপুর ইউনিয়নের সর্বস্তরের সবাইকে প্রানঢালা শুভেচ্ছা জানিয়েছে নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মনির হোসেন।
পরিমল বিশ্বাস : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ জামপুর ইউনিয়নের সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মনির হোসেন।
এ বিজয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে গণমাধ্যমকে তিনি জানায়, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়া জাতি ৯ মাস পর তার কাঙ্খিত বিজয়ের দেখা পায় ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ভেঙে দিতে শুরু করে বর্বর গণ্যহতা শহরের পর শহর গ্রাম জালিয়ে দেয় পাক হানাদার বাহিনীরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ তাজা প্রাণ ২ লাখ মা বোনদের ইজ্জতের বিনিময়ে ও তাদের আত্মাত্যাগের ফলেই আমাদের এই স্বাধীনতা অর্জন করতে পেরেছেন। ও অবশেষে বাঙালির দুর্বার প্রতিরোধের মুখে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর এই দিনে বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন বাংলাদেশ। পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় লাল সবুজের পতাকা নিয়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ায়। আমাদের অর্জিত এই স্বাধীনতা লাখো বাঙালির প্রাণের বিনিময় ও তাদের আত্মাত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। জাতি আজ গভীর শ্রদ্ধাভরে স্বরন করবে সেসব শহীদদের যাদের আত্মাত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। সকল শহীদদের প্রতি দোয়া কামনা করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও সমবেদনা জানাচ্ছি সকল শহীদ পরিবারের প্রতি যারা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে এ দেশকে। তার পাশাপাশি সকল বীর মুক্তিযোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভদ্ধ হয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি মাদকমুক্ত ও দারিদ্র্যতা মুক্ত একটি শক্তিশালী বাংলাদেশ ও স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।