সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করে বলেন, জনাব মোশারফ ভাই আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ও আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন। তিনি উপজেলা পরিষদের দুই দুইবার ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান এবং ন্যায় বিচারক হিসেবে পুরো এলাকায় পরিচিত। তার মৃত্যুতে আমরা আমাদের একজন বর্ষিয়ান নেতা ও অভিভাবককে হারালাম। যিনি আমাদের সামনে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হলো তা পুরন করার নয়। আমি ও আমার উপজেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে ওনার রুহের মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন ওনাকে জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন।
উল্লেখ্য, আজ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।