নিজস্ব প্রতিবেদকঃ
সনমান্দি ইউনিয়নে প্রধান মন্ত্রীর দেওয়া নদন অর্থ বিতরণ করেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ
সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে প্রধান মন্ত্রীর দেওয়া বি,জি,এফ কার্ডের নগদ অর্থ ৫০০ টাকা করে ৫০০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে তুলে, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ মঙ্গলবার সকালে সনমান্দি বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে এ কার্যকম করেন। এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ জানায়, মহান আল্লাহ পার্ক যতদিন বাছিয়ে রাখে ততদিন যেন সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে পারি, এখন দেশে করোনার ২য় ডেউয়ের ফলে যেসব ক্ষেতে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে এসে দাড়িয়েছি।এবং সরকারি দেওয়া নগদ অর্থ ও এান সামগ্রী বিতরণ করে যাচ্ছি, ও সনমান্দি ইউনিয়ন বাসীর মাঝে মাস্ক সাবান হ্যান্ড স্যানিটারি সব সময় বিতরণ করা হচ্ছে। সরকারের দেওয়া বিধি নিদের্শনা গুলো ও সামাজিক দুরুত্ব মেনে চলব,তাই করোনা মোকাবেলার জন্য যার যার অবস্থান থেকে নিজেকে শর্তক রাখবো। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ বদরুজ্জামান ভূঁইয়া ও ইউপি সদস্যরা।