নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছে উপজেলা মাধ্যমিক অফিসার (রিটানিং কর্মকর্তা) সাইফুল ইসলাম। আজ মঙ্গলবার এক চিঠিতে নির্বাচনটি স্হগিত করে মাধ্যমিক শিক্ষা বোর্ড বরারর পাঠান। সাথে একটি অনুলিপি সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রেরণ করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, উপর্যুক্ত বিষয় ও সুত্রের আলোকে মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে অবস্থিত সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন -২০২২ এর নির্বাচনী তফসিল অনুসারে ২৮/০৩/২০২২ তারিখ ভোট গ্রহনের দিন ধার্য ছিল। যথারীতি সকাল ১০.০০ ঘটিকায় প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ক্কোট গ্রহন আরম্ভ করা হয়। দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন কার্যক্রম চলমান ছিল। আকস্মিকভাবে সেই সময় প্রায় ৮০-১০০ জন বহিরাগত লোক জোর পূর্বক ভোট কেন্দ্রে প্রবেশ করেন। তাদের সাথে বিদ্যালয়ের ০৫ (পাঁচ) জন শিক্ষক ও ছিলেন। উক্ত শিক্ষকদের ব্যালট প্রদান করার জন্য বহিরাগত লোকজন চাপ প্রয়োগ করেন।
উল্লেখ্য যে, শিক্ষকরা দুইটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করেন। সেই সময় থেকেই নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হতে থাকে। বিকাল ৪.০০ ঘটিকায় ম্যানেজিং কমিটি নির্বাচন বিধিমালা অনুসারে ভোট গ্রহন সম্পন্ন করে গননার কাজ শুরু করা হয় । গননার একপর্যায়ে আনুমানিক প্রায় সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় লোডসেডিং (বিদ্যুৎ চলে যায়) হলে তাৎক্ষনিক অজ্ঞাত কিছু লোক ভোট গননার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে হট্টগোল শুরু করে কিছু ব্যালট পেপারসহ ভোটগ্রহনের মালামাল ছিনতাই করে নিয়ে যায়। সেই সময় ভোট কেন্দ্রে প্রচন্ড মারামারি শুরু হয় এবং পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনের বাহিরে চলে যায় । উপস্থিত আইন – শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমি আমার কিছু নির্বাচন গ্রহনকারী কর্মকর্তাসহ প্রাণ রক্ষার্থে দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করি।
এমতাবস্থায়, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন -২০২২ উদ্ভূত পরিস্থিতির কারনে বাতিল করা হলো।
জানা যায়, উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে আলী হোসাইন ও আবু বক্কর দুইটি প্যানেলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।