সোনারগাঁ উপজেলায় (২৪ জুন) বৃহস্পতিবার ৪৭ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১জন। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা ৩৯ শতাংশ। |
এ নিয়ে সোনারগাঁয়ে ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩২ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬৬জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বৃহস্পতিবার সকলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ৪৭ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ১৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩জন পুরুষ ৫ জন মহিলা। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৩৯৯জন।এরমধ্য সুস্থ হয়েছেন ২৩২জন, মৃত্যুবরণ করছেন ১৫জন আর চিকিৎসা নিচ্ছেন ১৬৬ জন।
তার দেয়া তথ্য মতে পিরোজপুর ইউনিয়নের বসুন্ধরা গ্রুপ ১জন পুরুষ, দুধঘাটা ১জন পুরুষ ১জন মহিলা, হামদার্দ ,মেঘনা ১জন পুরুষ, কাঁচপুর ললাটি ১জন পুরুষ, সিনহা গ্রুপ ১জন পুরুষ, সোনাপুর ১জন পুরুষ, সনমান্দি নাজিরপুর ১জন মহিলা ১জন পুরুষ, মোগরাপাড়া ইউনিযনের বাড়ী মজলিশ ১জন পুরুষ, হাবিবপুর ১জন পুরুষ, ছোট সাদিপুর ১জন মহিলা, সাদিপুর ইউনিয়নের সাদিপুর ১জন পুরুষ কেভিট-১৯ আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৮৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৩৯৯ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৫জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ২৩২ জন সুস্থ হয়েছেন।