নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী হাসিনা বেগম করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাত তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান।
পরবর্তীতে সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার গঠিত *আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিম* মৃত হাসিনা বেগমের দাফন,কাফন ও জানাজার নামাজ সম্পূর্ণ করেছে।
জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি মহোদয়ের নির্দেশে টিম লিডার মুহাঃ সানাউল্লাহ বেপারী নেতৃত্বে সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক এবং মহিলা স্বেচ্ছাসেবী বৈদ্যার বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাম্মদ সুরিয়া বেগম, মোসাম্মৎ হোসনেআরা বেগম ও বৈদ্যার বাজার ইউনিয়ন লিডার মোঃ আলী আকবর, মোঃ গোলজার হোসেন মোঃ আবু সাইদ মোঃ ফয়সাল মোঃ আজিজুল হক মোঃ মহিবুল্লাহ মোঃ হৃদয় মোঃ শাহাদাত হোসেন মোঃ ফাহমিদ তুহিন মোঃআবু সুফিয়ান মোঃ আরিফ মোঃ সুভন হোসাইন মোঃ আল-আমিন মোঃ গাজী মাইনুদ্দিন প্রমুখ।