কাজী নেওয়াজ শরীফঃ সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের দামরাখালী খাল দূষণমুক্ত রাখতে এলাকাবাসী প্রতিবাদ সভা করেন।
৭এপ্রিল শনিবার বিকেলে জামপুর ইউনিয়ন তালতলা বাজারে আওয়ামী লীগের কার্যালয় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া।
এ সময় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু,এডভোকেট শাহাজাদা ভুঁইয়া,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভুঁইয়া সুমন,এডভোকেট আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গর।
স্থানীয়দের অভিযোগ বশিরগাও হয়ে মালিপাড়া রাউৎগাও পেছাইন সহ কয়েকটি এলাকার মানুষ দামরাখালী খালে গোসল সহ কাপড় চোপড় ধোঁয়ায় এই খালের পানি ব্যবহার করতো এবং স্থানীয় জেলেরা মাছ ধরত।
পানি ছিল পরিষ্কার পানি দিয়ে জমিতে চাষাবাদ হত। কিন্তু বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে তালতলার বাজারের আশেপাশে কিছু কারখানার দুর্ষিত পানি খালে ছেড়ে দেওয়ায় ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে পানিতে হাত দিলে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে হচ্ছে।
খালের পানির পচা গন্ধে খালের আশেপাশে থাকা লোকজনের বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।
এবং দুর্ষিত পানির ধারা নানা রোগ জীবাণু ছড়াচ্ছে। এলাকাবাসী সহ সবার দাবি এ খালটি যেন অতি দ্রুত দুর্ষিত পানি নিষ্কাশন করেন ও খনন করা হয় তাহলে খালটি তার আগের রুপ ফিরে পাবে।