ভয়েস অব সোনারগাঁ বিডি ডটকম: সোনারগাঁয়ে একদিনে ২৩ নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৪ জন মহিলা। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বুধবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এ পর্যন্ত সোনারগাঁয়ে ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭৩ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ১৬৩জন।
তথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায় বাড়ীঘুভাংগা ১ জন মহিলা, বাড়ীনাথপুর ১ জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ১জন মহিলা, বাড়ী মজলিশ ১জন মহিলা, সনমান্দি ১জন মহিলা, কাঁচপুর সেনপাড়া ১জন মহিলা -করোনায় আক্রান্ত হয়েছে।