সোনারগাঁয়ে একদিনে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এর মতে তাদের মধ্যে ৫ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১ জন মহিলা ও একদিনে সোনারগাঁসহ বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন মোট ১৫জন।
আজ ৬ জন নিয়ে সোনারগায়ে করোনা আক্রান্ত রোগী হলো ৩৬১ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৩৩জন।
স্বাথ্য কর্মকর্তার এর অথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায়সনমান্দি ইউনিয়নের চর ভুলুয়া ১জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ ১জন পুরুষ, সাদিপুর ইউনিয়নে নানাখি ১জন পুরুষ ও বৈদ্যেরবাজার হামসাদি ১জন পুরুষ,র্জুন্দী ১জন মহিলা, পৌর ভবনাথপুর ২জন পুরুষ, ডাচবাংলা ফাস্ট ট্র্যাক ১জন পুরুষ,
কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।