ভয়েস অব সোনারগাঁ বিডি ডটকম: সোনারগাঁয়ে একদিনে ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে ৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ২ জন মহিলা। একদিনে সুস্থ হয়েছেন ২৭জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শুক্রবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায় গোয়ালদী ১জন মহিলা, পৌর ভবনাথপুর ২জন পুরুষ ও ডাচবাংলা ফাস্ট ট্র্যাক ১জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ ১জন পুরুষ, সনমান্দি ইউনিয়নের চর ভুলুয়া ১জন পুরুষ, সাদিপুর ইউনিয়নে নানাখি ১জন পুরুষ ও বৈদ্যেরবাজার হামসাদি ১জন পুরুষ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
এ নিয়ে সোনারগাঁয়ে ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১৩ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১২৭জন।