ভয়েস অব সোনারগাঁ বিডি ডটকম: সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এর মতে সোনারগাঁ উপজেলায় (২২ জুন) সোমবার ২০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে ৬জন পুরুষ ২ জন মহিলা। সূত্র মতে তাদের ঠিকানা পিরোজপুর ইউনিয়নের জৈনপুর ১জন পুরুষ ও ১জন মহিলা, মঙ্গলেরগাঁও ১জন পুরুষ, পিরোজপুর ১জন পুরুষ এছাড়া পৌরসভার গোয়ালদি ১জন পুরুষ, জয়রামপুর ১জন পুরুষ, পৌর ভবনাথপুর ১জন পুরুষ ও ১জন মহিলা।
এ নিয়ে সোনারগাঁয়ে ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২৯ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৪১জন। আজ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৭৪০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৩৭০ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৫জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ২২৯ জন সুস্থ হয়েছেন।