ভয়েস অব সোনারগাঁ বিডি ডটকম: সোনারগাঁয়ে বৃহস্পতিবারে ৪৮টি নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এর মতে, তাদের মধ্যে ৭ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৪ জন মহিলা। সুস্থ হয়েছেন ১৩জন
এ নিয়ে সোনারগাঁয়ে ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮৬ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৪৬জন।
তথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায় বাঘমুছা ১ জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ ২জন মহিলা, সনমান্দি গিরিদান ১জন পুরুষ,সাদিপুর কোনাবাড়ি ২জন পুরুষ ১ জন মহিলা, পিরোজপুর ভাটি বন্দর ১জন মহিলা, নিউটাউন ২জন পুরুষ, পিরোজপুর ১জন পুরুষ-১৯ এ আক্রান্ত হয়েছে।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৪৭১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ৩৪৭ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৫জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১৮৬ জন সুস্থ হয়েছেন।