করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা,বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করে সোনারগাঁবাসীর কাছে মানবতার সেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি আজ শতাধীক অসহায় পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, সাবান, ব্লিচিং পাউডারসহ করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছেন। আজ ২৯ জুন সোমবার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়। উল্লেখ,ইঞ্জিনিয়ার মাসুম করোনার ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে সোনারগাঁয়ের পিরোজপুর ইউপি সহ বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা,নগত অর্থ সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।