শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফ্রিজ কাপ টুনামেন্ট ফাইনাল খেলায় বৈদ্যেরাবাজার ২- ১ গোলে বিজয়ী বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন মোঃ সিয়ামুল ইসলাম বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও‌য়ে বিল্লাল হত্যা মামলার আসামী রতন হাজী গ্রেপ্তার সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৫ বছর পূর্তি পালিত সোনারগায়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে নি‌য়োগ বিজ্ঞ‌প্তি লালপুরীর ৪৯তম তরিকত ওরশ মাহফিল শুরু সোনারগাঁ প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরি। সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত।

স্বপ্নের কাচঁপুর অনলাইনে গ্রুপের ৫০০ তম রক্তদান

 নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৮৫ জন দেখেছেন

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়নে একদল সেচ্ছাসেবক তরুণ দের সংগঠন “স্বপ্নের কাচঁপুর “। যার সূচনা হয় ২০১৭ সালের ২০ মার্চ। সোনারগাঁয়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বপ্নের কাচঁপুর ।এদের একটি মহৎ কাজ হলো সেচ্ছায় রক্তদান।যখন সোনারগাঁয়ে কোনো প্রসূতি মা বা বোনের রক্তের প্রয়োজন হয় অথবা বিভিন্ন দূর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজন হয়।তাদের সাথে যোগাযোগ করলে, তাঁরা যথাসাধ্য চেস্টা করে রক্তদান করতে। ২০১৭ সালের ২০ই মার্চ থেকে শুরু হওয়া “স্বপ্নের কাঁচপুর” ফেইসবুক গ্রুপের এডমিন মোঃ মাসুদ সাউদ ২৫ই মার্চ গ্রুপের হয়ে ১ম রক্তদান করে,৫০তম রক্তদান করেন স্বেচ্ছাসেবক রক্তযোদ্ধা রাকিব হাসান,১০০ তম রক্তদান এডমিন মোঃমাসুম সাউদ,১৫০তম রক্তদান করেন শুভাকাঙ্খী মোঃরোমান আহমেদ,২০০ তম রক্তদান করেন গ্রুপের উপদেষ্টা মোঃআল আমিন,২৫০ তম রক্তদান করে গ্রুপের শুভাকাঙ্ক্ষী মোঃমোস্তফা,৩০০ তম রক্তদান করেন গ্রুপের স্বেচ্ছাসেবক রক্তযোদ্ধা মোঃশামিম আহমেদ,৩৫০ তম রক্তদান করেন গ্রুপের অন্যতম সদস্য রক্তযোদ্ধা মোঃফয়সাল হাসান,৪০০ তম রক্তদান করেন গ্রুপের অন্যতম সদস্য ইয়াছিন হক অনিক,৪৫০ তম রক্তদান করেন রক্তযোদ্ধা আল-আমিন রাব্বি। আজ ২০২০ সালের ২৯ জুন স্বপ্নের কাচঁপুর গ্রুপের হয়ে ৫০০তম রক্তদান করেন রক্তযোদ্ধা সাকিব দেওয়ান।সংগঠনের এডমিন মাসুদ সাউদ বলেন,আমাদের গ্রুপের মূল লক্ষ হলো মানুষের সেবা করা।রক্তদানের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো চেস্টা করছি।করোনাকালিন সময়ে বিনামূল্য কাঁচা বাজারের মাধ্যমে বিভিন্ন শাকসবজি মানুষের মাঝে বিতরণ করেছি।এ ছাড়া করোনার সময়ে জুন মাসে আমরা ১০০ ব্যাগ রক্তদান করছি।৫০০ পরিবারকে খাদ্য সহায়তা করেছি।আমরা সবসময় জনকল্যাণ কাজে যুক্ত থাকতে চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2020 VoiceOfSonargaonBD24.Com
Design & Developed BY Hostitbd.Com
themesba-lates1749691102