সোনারগাঁয়ে মহাসড়ক থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধা কে উদ্ধার করে দৃষ্টান্তর স্থাপন করেন হাইওয়ে পুলিশ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর খাসপাড়া এলাকা থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে বুধবার সকালে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। উদ্ধারের পর হাইওয়ে পুলিশ বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভার্তি করে চিকিৎসার ব্যবস্থা করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুলিশের ধারনা তার পরিবারের লোকজন তাকে রাস্তায় রেখে পালিয়ে যায়। এখনো তার পরিচয় জানতে পরেনি পুলিশ।
কাঁচপর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাস্তার পাশে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারনা করা হচ্ছে পরিবারের লোকজন তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলেগেছে। তিনি অনেক অসুস্থ তাই তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার পরিবারকে খোজার চেষ্টা করছি।