হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ করে রাখার অভিযোগ তুলে সোনারগাঁ আওয়ামীলীগ কার্যালয়, রয়াল রিসোর্ট, যুবলীগ, ছাত্রলীগের দুই নেতার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি ভাংচুর করে হেফাজত ইসলামের নেতাকর্মীরা।
৭ এপ্রিল বুধবার সকালে ভাংচুর হওয়া সোনারগাঁ আওয়ামীলীগ কার্যালয়, রয়্যাল রিসোর্ট, যুবলীগ, ছাত্রলীগের দুই নেতার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আসবেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এসময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
এর আগে সোমবার বিকেলে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ প্রতিবাদ সমাবেশ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, যুগ্ম -আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।