জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের “পানি সরবরাহে আর্সেনিক ঝুকি নিরসন প্রকল্প ” আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার পরিবারের জন্য গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই এর পাইপ লাইন কাজের উদ্বোধন কর হয়েছে । বৃহস্পতিবার উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার থেকে এই পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করেন। অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন হবিব তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান, আবু নাইম ইকবাল, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরু হোসেন, রফিক মিয়া, নুরুজাম্মান , হাকিম উদ্দিন, সাবেক আমির আলী প্রমূখ।