সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, শুক্রবার সকালে পাওয়া তথ্যানুযায়ী সোনারগাঁয়ে ৩৭ জনের নমুনা পরিক্ষা করে ২৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে পৌরসভায় ৪ জন, মোগরাপাড়া ইউপিতে ৩ জন, পিরোজপুরে ৬জন, কাঁচপুরে ১জন, শম্ভুপুরা ১জন, বারদি ১জন ও নোয়াগাঁয়ে ১জন করোনা সনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন,
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নয়াবাড়ি, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা-কাবিলগঞ্জ, মোগরাপাড়া।
৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গজারিয়ার পাড়,শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মল্লিকপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- মল্লিকপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- পরমেশ্বরদি, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- ইছাপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- ইছাপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মেঘনা ক্যামিকেল প্ল্যান্ট, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- সনমান্দি, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- জৈনপুর,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা- বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- বারদি, বারদি।
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা- হাবিবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- পিরোজপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- পাচঁআনি,পিরোজপুর।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৪৬ মৃত্যুবরন করেছেন ৩৮ জন এছাড়া সুস্থ হয়েছেন ১২০০ জন।