সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৩০ মে, সোমবার সকালে সনমান্দি ইউনিয়নের ৪৫ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের অর্থায়নের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার এনামুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ বাদশা ভূঁইয়া, দেলোয়ার হোসেন, এস এম আলমগীর, সরংক্ষিত সদস্য মিনারা আক্তার, সনমান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসু খলিফা প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।