সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.সাইদুল ইসলাম গতকাল(২১ জুন) রবিবার রাতে যে কোন সময় হ্যাকারদের কবলে পড়েন বলে জাানান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.সাইদুল ইসলাম বলেন, সবার অবগতির জন্য জানাচ্ছি, আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, এই আইডি থেকে কোন প্রকার Request গ্রহন না করার জন্য এবং আপত্তিকর/বাজে/অনৈতিক কোনো মন্তÍব্য/স্ট্যাটাস দেয়া ফলে তা গ্রহণ/বিশ্বাস না করার জন্য, সবাইকে আহবান জানান। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কমর্কতার্র সাইদুল ইসলাম ,এ ঘটনায় থানায় জিডি করবেন। সুতরাং কেউ সেখানে কোন স্পষ্ট করবেন না। করলে উপজেলা প্রশাসন কোন প্রকার দায়-দায়িত্ব বহন করবেন না।