নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার দেয়া কেএন ৯৫ মাকস সাদিপুর এলাকায় বিতরণ করলেন সাদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক পাটির সভাপতি তরুন উদীয়মান নেতা হানিফ সরকার। আজ (৪ জুলাই) বিকালে সাদিপুর ইউনিয়নে নয়াপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে মাকস বিতরন করা হয়। এসময় হানিফ সরকার বলেন,করোনায় মানবিক এমপি খ্যাতি অর্জনকারী লিয়াকত হোসেন খোকা সবসময় মানুষের পাশে থেকে সেবা করছেন।তিনি আমাদের সোনারগাঁয়ের করোনায় আক্রান্তদের নিয়মিত খোঁজ খবর নেন।খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।