নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপােষ্ট স্থাপন করে টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯,১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ০২ জন মাদক পাচারকারীকে আটক করে র্যাব১১।
গ্রেফতারকৃত আসামী মােঃ সুমন নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া এলাকার মােঃ আবতাব এর ছেলে এবং অপর আসামী মােঃ সেলিম নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত মােঃ আলী আকবর এর ছেলে ।