সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও বালু ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সমর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় নারী ও শিশুসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজ্বী সাইফুল ইসলামের ছেলে ও স্থানীয় বালু ব্যবসায়ী। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সংঘর্ষে ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজ্বী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লা ও জজ মিয়ার সাথে র্দীঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলচ্ছে। সম্প্রতিক একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯ টার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে কামাল, গোলজার, বাদল, আরিফসহ ২০/২৫ জনের একটি দল রামদা, বল্লম, ছেনা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী সাদেক মোল্লার দোকানে হামলা চালায়। হামলা ঘটানর খবর পেয়ে সাদেক মোল্লার লোকজন এগিয়ে আসলে সাদেক মোল্লা, মুক্তিযোদ্ধা বরজাহান, রেখা, তাসলিমা, সায়বা, জাবেদ, জিসানসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাদেক মোল্লা ও জজ মিয়ার লোকজন শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে দেশীয় অন্ত্রে সজ্জ্বিত হয়ে আলাউদ্দিনের পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আলাউদ্দিনের পক্ষের জাহিদুল ইসলাম, মাহিলউদ্দিন, মোশারফ, নুর নবী, নিলা, দেলোয়ার হোসেন, আব্দুল আলী ও সাদেক মোল্লার পক্ষের খোরশেদ আলম, সাইদুল ইসলাম, জহিরুল ইসলাম, বিপ্লব, সুমন, শাকিল, মাহফুজ, ছোট সুমনসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সমর আলী নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আলাউদ্দিনের ছেলে পুলিশ সদস্য হওয়ার কারনে তিনি প্রভাব বিস্তার করে এলাকার লোকজনকে জিম্মি করে রেখেছেন। অভিযুক্ত আলাউদ্দিন বলেন, আমার আত্মীয় সমর আলীকে কুপিয়ে হত্যা করেছে সাদেক মোল্লা ও জাজ মিয়ার লোকজন। এর আগেও আমার এক ভাতিজাকে হত্যা করেছেন। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদ রহমান বলেন, উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে খবর পেয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা