নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলার সাদিপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ নং ওয়ার্ডের ১২ শতাধিক নতুন পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে স্মার্টকার্ড তুলে দিয়েছেন সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্ববধানে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা এই স্মার্টকার্ড বিতরনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, মোবারক উল্লাহ, সাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব রুবেল পারভেজ, দেলোয়ার হোসেন, ওবাদুল্লাহ বাদল, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাউসার প্রমূখ।
চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, ভোটাররা যাতে উৎসাহ উদ্দিপনায় স্মার্টকার্ড সংগ্রহ করতে পারে তাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করেছি। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের স্মার্টকার্ড বিতরণে প্রতিটি ওয়ার্ডের জন্য নিদিষ্ট দিন ও সময় নিধারণ করে দিয়েছি। যাতে সহজে তারা স্মার্ট কার্ড নিতে পারে।