ঐতিহাসিক ৭মার্চ উপলেক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, আবু খাঁন জেলা অডিটোরিয়ামে আওয়ামীলীগের উপস্থিত হোন। পরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার বিপুলপরিমান নেতাকর্মী নিয়ে জেলা অডিটোরিয়ামে প্রবেশ করলে অন্যান্য নেতারা তার সাথে উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনে অন্যান্যদের মধ্যে উপস্থিত হোন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুর হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার রউফ, সাবেক চেয়ারম্যান মাহবুব খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, কাঁচপুর শ্রমিক লীগের সভাপতি মান্নান মেম্বারসহ অন্যান্য নেতাকর্মীরা।