সারা দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া ২ সপ্তাহের জন্য কঠোর লক ডাউনের ঘোষনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের দেয়া কঠোর লক ডাউন বাস্তবায়নের লক্ষে উপজেলা গুরত্বপুর্ন রাস্তাগুলোতে যানচলাচল বন্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি অস্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে এ রাস্তাগুলো বন্ধ করে দেন। যাতে যত্রতত্র অটোরিক্সা ও সিএনজি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রবেশ করতে না পারে। সেখানে একটি সাদা কাগজে লেখা রয়েছে লক ডাউন চলাচল বন্ধ সৌজন্যে উপজেলা প্রশাসন। প্রশাসনের ধারনা অটো রিক্সা ও সিএনজি প্রবেশ করতে না পরলে মোগরাপাড়া চেšরস্তা এলাকায় লোক সমাগম কমে যাবে আর সে লক্ষে এসব রাস্তাগুলো বন্ধ করার পরিকল্পনা করেছেন তারা।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, সারা বাংলাদেশের তুলনায় দিনে দিনে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বেড়েই চলছে। সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার পদক্ষেপ নেয়ার পরও তারা ঘরে থাকতে বাধ্য নয়। সেজন্য ইতিমধ্যে কয়েকটি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। এরপরও মানুষ কারণে অকারণে হাটবাজার ও চায়ের দোকানে গোপনে ভীড় করছে। এসব মানুষকে ঘরে রাখতে পৌরসভার গোয়ালদী, আদমপুর বাজার, মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কের একাংশ, সোনারগাঁও জাদুঘরের রাস্তা ও পানামসিটি এলাকার কয়েকটি রাস্তা বাঁশ দিয়ে অস্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। লক ডাউন শিথিল না করা পর্যন্ত এসমস্ত রাস্তাঘাট বন্ধ থাকবে।