দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দেশের খেটে খাওয়া মানুষদের অবস্থা যথেষ্ট শোচনীয়। কঠিন এ সময়ে আর্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসে লকডাউনে রোজগারহীন দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বৃহস্পতিবার সকালে মেঘনা শিল্পা নগরী স্কুল এন্ড কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে এ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, মাসুম বিল্লাহ, কামাল হোসেন, আলম চাঁন, শাহিন কামাল প্রমূখ।