সোনারগাঁয়ে শিক্ষকের উপর হামলা,থানায় অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দাড়ুগোল্লা গ্রামে সীমানা প্রাচীর নিয়ে এক শিক্ষক পরিবারের উপর হামলা চালিয়ে নারীসহ ৩ জনকে আহত করেছে প্রতিপক্ষরা।আহতদের পিতা একজন মুক্তিযোদ্ধা । স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মোজ্জামেল বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া দারুগোল্লা গ্রামের মৃত সায়েদ আলী সরকারের ছেলে কাদির মিয়ার সাথে মৃত মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়ার ছেলে নীলকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুয়েলের ও মোজাম্মেলের সাথে দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। এ দ্বন্দের জেরে গত রবিবার রাতে কাদিরের লোকজন জুয়েলের সীমানা প্রাচীর ভাঙ্গতে গেলে তারা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কাদির তার ছেলে খাইরুল, কামরুল ও ভাড়াটিয়া সন্ত্রাসী সালাউদ্দিন ও হালিম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে হামলা হালিয়ে জুয়েল তার ভাই মোজ্জামেল জুয়েলের ভাবি রোকেয়া বেগমকে কুপিয়ে পিটিয়ে আহত করে। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মোজাম্মেল বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন