মদনপুর ইউনিয়নে নৌকার মনোনীত প্রাথী গাজী এম এ সালামের পক্ষে গণসংযোগ করেন মদনপুর ইউনিয়ন আওয়ামী।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে মদনপুর ইউনিয়ন পরিষদের নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী গাজী এম এ সালামের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। বুধবার সকালে মদনপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চান। এ সময় গণসংযোগে শত শত নেতাকর্মী এসে অংশ গ্রহন করেন।
গণসংযোগে অংশ নেওয়া বক্তারা জানায়, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকাকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছি বিভিন্ন গণসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছি। মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালামকে নৌকায় মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়নে অনেক উন্নয়ন মুলক কাজ করেছে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে এবং রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। তাই মদনপুর ইউনিয়ন বাসীরা গাজী এম এ সালাম কে আবারো চেয়ারম্যান হিসেবে পেতে চায়। এ সময় সকলে তার জন্য দোয়া কামনা করেন।