সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মোতালিব ভুঁইয়া বিজয় মিছিল করেন।
৩ য় ধাপে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিপুল ভোটে ইউপি সদস্য নবনির্বাচিত হলেন মোঃ মোতালিব ভুঁইয়া নির্বাচিত হওয়ার পর বিজয় মিছিল বের করেন নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মোতালিব ভুঁইয়া ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে পুরো ওয়ার্ড জুড়ে ও বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত ভোটে ৫ নং ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মোতালিব ভুঁইয়া । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহিন মোরগ প্রতীকে ৯২১ ভোট পেয়েছেন।
এ সময় বিজয়ী হয়ে মোঃ মোতালিব ভুঁইয়া বলেন, ৫ নং ওয়ার্ড বাসীরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাই ওয়ার্ডবাসীর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাকে নিরলস ভাবে কাজ করে বিজয়ী করেছেন এ বিজয় ৫ নং ওয়ার্ডবাসীর। তাই আগামী দিনগুলোতে সবাইকে একসাথে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাব যে কাজগুলো বাকী আছে তা সমাপ্ত করাই হবে আমার প্রধান লক্ষ এবং সব সময় তার সুখ দুংখ এলাকার সাধারণ জনগণের সাথে ভাগ করে নিবেন ও অএ ওয়ার্ডবাসীর সেবক হয়ে থাকতে চাই সব সময়। অএ ওয়ার্ডকে একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলব ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজে নিজেকে বিলিয়ে দেব এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় এলাকার সাধারণ জনগন জানায়, ৫ নং ওয়ার্ডে বিপুল ভোটে নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মোতালিব ভুঁইয়া সব সাধারণ জনগণের পাশে থাকে তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে তাই আগামী দিনগুলোতে তিনি অনেক উন্নয়ন মুলক কাজ করে যাবে বলে আশাবাদী।
এ সময় এলাকার অসংখ্য নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহন করেন।