সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়াকে বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
উক্ত আলোচনা সভায় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামসুদ্দিন খান আবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল , সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউট এর সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বনিক দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৈাধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা কাজী মনির, সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বি, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সামসুল আলম, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মনির হোসেন, সহ প্রতিটি ওয়ার্ড থেকে আসা অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা জামপুর ইউনিয়নে এই নৌকাকে বিজয়ী করতে সকলকে একসাথে নিয়ে ঐকবদ্ধ হয়ে কাজ নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। ও সবাই কে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহবান করেন । নৌকা ব্যাতীত অন্য কোন প্রতীক দেখতে চায় না কেউ এবং হুমায়ুন কবির ভুঁইয়া নির্বাচিত হলে এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ করে যাবে ও একটি সুস্থ সমাজ গড়ে তুলবে এ সময় সকলে তার জন্য দোয়া কামনা করেন।